নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) সমর্থক-বিরোধীদের মধ্যে ভারতের রাজধানী দিল্লিতে সংঘর্ষের ঘটনায় প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। এই অশান্তির মধ্যেই এবার উত্তপ্ত হয়ে উঠলো মেঘালয়। রাজ্যেটিতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বিক্ষোভে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
রবিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
শুক্রবার সিএএ ও ইনার লাইন পারমিট (আইএলপি) নিয়ে আলোচনার সময় মেঘালয়ে খাসি ছাত্র সংগঠন (কেএসইউ) এবং অ-জনজাতি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়।
এতে এ পর্যন্ত তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই অঞ্চলে কারফিউ জারি করেছে পুলিশ। এছাড়া, বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ