ইহুদিবাদী ইসরায়েল স্বীকার করেছে যে, তারা গত নভেম্বরে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের পলিটব্যুরোর সদস্য আকরাম আজুরির ছেলে মোয়াজ এবং অন্য এক ব্যক্তিকে হত্যা করেছে। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী নাতালি বেনেট একথা স্বীকার করেছেন।
গতকাল শনিবার ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি যুদ্ধমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর জিহাদ আন্দোলনের নেতা বাহা আবুল আতাকে হত্যা করেছি এবং দামেস্কেও হামলা চালিয়েছি।
২০১৯ সালের ১১ নভেম্বর ইহুদিবাদী ইসরায়েলের সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কে ইসলামি জিহাদ আন্দোলনের নেতা আকরাম আজুরির বাড়িতে হামলা চালায়। একই সময়ে ইসরায়েলি সেনারা অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালায় এবং তাতে ইসলামি জিহাদ আন্দোলনের নেতা বাহা আবুল আতা শহীদ হন।
এসব হামলার পর গাজা উপত্যকা থেকে জিহাদ আন্দোলনের যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপকভাবে রকেট হামলা চালায়। সে সময় জিহাদ আন্দোলনের পক্ষ থেকে এসব হামলার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে দায়ী করে বিবৃতি দেয়া হয়।
সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক