মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের চূড়ান্ত প্রার্থী হওয়ার লড়াইয়ে এগিয়ে আছেন জো বাইডেন। এ পর্যন্ত ১৪টি অঙ্গরাজ্যে ভোট হয়েছে যার মধ্যে সাতটিতেই জয় পেয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেন। ওই অঙ্গরাজ্যগুলো হল মিনেসোটা, অকলাহোমা, আরাকানসাস, আলাবামা, নর্থ ক্যারোলিনা ও ভার্জিনিয়া।
২০২০ সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। রিপাবলিকান দল থেকে লড়বেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বছর ডেমোক্রেট দল থেকে মনোনয়ন প্রত্যাশী ব্লুমবার্গ খুব একটা সুবিধা করে উঠতে পারছেন না। এ জন্য তাকে বিদ্রুপ করে টুইট করেছেন ট্রাম্প। ব্লুমবার্গ ৭০০ মিলিয়ন ডলার নর্দমায় ফেলেছেন এবং তার নির্বাচনের ময়দান ছেড়ে ঘরে ফেরবার সময় হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা