সিরিয়া উপকূলবর্তী ভূমধ্যসাগরে ৪র্থ যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়ান নৌবাহিনী। তুরস্কের বসফরাস প্রণালী অতিক্রম করার সময় বড় আকারের সেই যুদ্ধজাহাজের ছবিও প্রকাশ করা হয়েছে। মস্কো টাইমস মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে।
সিরিয়ার উত্তর-পঞ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবকে ঘিরে সিরিয়া ও তুরস্কের উত্তেজনা চরমে। ইদলিবে রাশিয়া সমর্থিত সিরীয় বাহিনীর বিরুদ্ধে লড়ছে তুর্কি সেনারা। সিরিয়ার হামলায় ৫৪ তুর্কি সেনা মারা গেছে বলে দাবি তুরস্কের। এদিকে সিরিয়ার জঙ্গিবিমান ভূপাতিত করার পর তুরস্কের ড্রোন ভূপাতিত করেছে সিরিয়া। তুরস্কের হামলায় বহু সিরীয় সেনা হতাহত হয়েছে খবর পাওয়া গেছে। এরমধ্যেই সিরিয়া উপকূলবর্তী ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া।
গত বছরের ডিসেম্বর থেকেই ভূমধ্যসাগরে একটি রুশ যুদ্ধজাহাজ অবস্থান করছিল। এরপর আরও দুটি পাঠানো হয়। এবার পাঠানো হয়েছে চতুর্থ যুদ্ধজাহাজ।
বিডি প্রতিদিন/ফারজানা