দিল্লি সহিংসতার ঘটনায় পক্ষপাতমূলক সংবাদ পরিবেশনের অভিযোগ এনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির অনুষ্ঠান বর্জন করলেন ভারতের সাংবাদিক শশী শেখর ভেমপাতি। শশী ‘প্রসার ভারতী’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
জানা গেছে, বিবিসি প্রথমবারের মতো আয়োজন করছে ‘বিবিসি ইন্ডিয়ান স্পোর্টসউইম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ নামে একটি আয়োজন করতে যাচ্ছে। এতে সাংবাদিক শশীকে আমন্ত্রণ জানানো হয়।
কিন্তু শশী বিবিসির মহাপরিচালককে একটি চিঠি লেখেন। এতে তিনি বলেন, দিল্লি সহিংসতায় বিবিসি পক্ষপাতমূলক সংবাদ পরিবেশন করেছে। গত ৩ মার্চের ওই সংবাদে দিল্লি পুলিশের এমন কিছু ফুটেজ দেখানো হয়েছে, যা ছিল পক্ষপাতমূলক। পক্ষান্তরে পুলিশ সদস্য হত্যা কিংবা তাদের ওপর হামলার বিষয়টি ওই প্রতিবেদনে উঠে আসেনি। এর দ্বারা পক্ষপাতমূলক আচরণ করেছে। এ কারণে ওই অনুষ্ঠানে আমার উপস্থিত হওয়া সম্ভব নয়।
বিডি প্রতিদিন/কালাম