সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ইস্যুতে ভারতের মুসলমানদের প্রতি সমর্থন দেওয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। খবর পার্সটুডের।
তিনি এক টুইট বার্তায় বলেছেন, ‘ভারতের মুসলমান ও কাশ্মীরের জনগণের বিরুদ্ধে মোদি সরকারের জুলুমের নিন্দা জানানোয় আমি ইরানের সর্বোচ্চ নেতাকে ধন্যবাদ জানাচ্ছি।’
ইমরান খান আরও বলেছেন, দুঃখজনকভাবে মুসলিম দেশগুলোর খুবই কম সংখ্যক নেতা ভারতে মুসলিম নিধনের বিরুদ্ধে কথা বলছেন। এ কারণে ভারত সরকারের ঔদ্ধত্য বাড়ছে। এর আগে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলাভিও ইরানের সর্বোচ্চ নেতার অবস্থানের প্রশংসা করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের রাজধানী নয়া দিল্লিতে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এর সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সহিংসতার সৃষ্টি হয়, যাতে বহু মানুষের প্রাণহানি হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক