প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব কাঁপছে। চীন থেকে ছড়িয়ে এখন পর্যন্ত বিশ্বের ৮০টিরও বেশি দেশে এ ভাইরাস প্রবেশ করেছে। মালয়েশিয়ায় গতকাল শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৮ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৩ জনে। খবর স্ট্রেইটস টাইমস।
জানা গেছে, মালয়েশিয়ায় করোনা সংক্রমণ ঠেকাতে এর আগে চীনের বাসিন্দাদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এখন দেশের সব চেক পয়েন্ট ও বিমানবন্দরগুলোতেও গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বেষ্টনী।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের এক নোটিশে মালয়েশিয়ার সব ইমিগ্রেশন পরিচালকদের জানানো হয়েছে, দেশটির সব অটোগেট লেন, ন্যাশনাল এনফোর্সমেন্ট অ্যান্ড রেজিস্ট্রেশন বায়োমেট্রিক সিস্টেম (এনআরএস) এবং ই-গেট অটোমেটেড ক্লিয়ারেন্স সিস্টেম বন্ধ রাখতে হবে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এই সব ই-গেট ও অটোমেটিক গেট আগামী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক