ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, তার দেশ ইরাকে শান্তি ও স্থিতিশীলতা চায়। ইরাক অদূর ভবিষ্যতে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।
ইরাক সফররত শামখানি রবিবার বাগদাদে স্বাগতিক দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফালিহ ফাইয়াজের সঙ্গে এক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন।
বৈঠকে আঞ্চলিক ও নিরাপত্তাগত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ২০০৩ সালের পর থেকে সবক্ষেত্রে বাগদাদের সঙ্গে তেহরানের সম্পর্কে ও সহযোগিতা শক্তিশালী হয়েছে।
ইরাকের পার্লামেন্ট দেশটি থেকে মার্কিন সেনা বহিষ্কারের যে বিল পাস করেছে আলী শামখানি তার ভূয়সী প্রশংসা করেন।
যৌথ সংবাদ সম্মেলনে ফালিহ ফাইয়াজ ইরানের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন এবং উগ্র জঙ্গি গোষ্ঠি দায়েশের বিরুদ্ধে যুদ্ধে তার দেশকে সহযোগিতা করার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান।
ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আলী শামখানি গতরাতে একটি উচ্চপদস্থ রাজনৈতিক ও নিরাপত্তা প্রতিনিধিদল সঙ্গে নিয়ে বাগদাদ সফরে যান। দু'দিনব্যাপী এ সফরে ইরাকের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত