পাকিস্তানের অ্যাবোতাবাদ জেলার পাহাড়ি এলাকায় ভয়াবহ তুষার ধসে পাঁচজনের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা বেশ শোচনীয় বলেই জানা গেছে।
জানা গেছে, ওই এলাকায় প্রায় দু’ডজনেরও বেশি গাড়ি নিখোঁজ হয়েছে। ওই জেলার নাথিয়া গালি রিসোর্টে তুষার ধসের কারণে ২৪টির বেশি গাড়ি নিখোঁজ। বিশাল আকৃতির বরফ খণ্ড সরিয়ে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। তবে মৃতের সংখ্যা ক্রমশ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক