মানুষের থাবা দিন দিন অরণ্যকে গ্রাস করছে। ফলে প্রতিদিন নতুন করে ঘর হারাচ্ছে জঙ্গলের বাসিন্দারা। মানুষের সামনে বনের প্রাণিরা অসহায়। কিন্তু তা বলে কেউ ঘর কেড়ে নিলে তা কি ঠেকানোর চেষ্টাও করবে না কোনও প্রাণি! নিজের বাসস্থান বাঁচানোর এক ব্যর্থ চেষ্টা করতে দেখা গেল একটি ওরাংওটাংকে।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী পরভিন কাসওয়ান একটি ভিডিও পোস্ট করেছেন সম্প্রতি। ভিডিওতে দেখা যাচ্ছে, জঙ্গলের বড় বড় গাছ কেটে ফেলা হচ্ছে। আর সেই কাজে ব্যবহার করা হচ্ছে, মাটি খোঁড়ার বড় এক্সক্যাভেটর। সেই বিশাল যন্ত্রের দিকে মাটির সমান্তরালে পড়ে থাকা গাছের উপর দিয়ে এগিয়ে যেতে দেখা যায় একটি ওরাংওটাংকে। সে যাতে যন্ত্রের দ্বারা আহত না হয়, তাই মাটিতে দাঁড়িয়ে থাকা দুই কর্মী ছুটে গিয়ে যন্ত্রটিকে বন্ধ করতে বলে।
ওরাংওটাংটি যন্ত্রের কাছে গিয়ে হাত দিয়ে সেটিকে যেন আটকানোর চেষ্টা করে। কিন্তু তার দ্বারা ওই যন্ত্রকে আটকানো সম্ভব নয়, আর তাদের ঘরও আর বাঁচবে না, সম্ভবত এটা বুঝতে পেরে সে নিচে নেমে গাছের আড়ালে চলে যায়। এই গোটা ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে। পরে সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
পরভিন কাসওয়ান লিখেছেন, ওরাংওটাংরা বেশির ভাগ সময় গাছের উপরেরই থাকে। এখন কেবল বোর্নিও এবং সুমাত্রা দ্বীপেই পাওয়া যায় ওরাংওটাংদের। এদের খুব বুদ্ধিমান প্রাণি মনে করা হয়। এখন এই সুন্দর প্রাণিগুলো লুপ্তপ্রায়ের তালিকায়।
বিডি প্রতিদিন/আরাফাত