ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে তাজি সামরিক ঘাঁটিতে মোতায়েন মার্কিন সেনাদের ওপর আবারও রকেট হামলা করা হয়েছে। শনিবার ওই ঘাঁটিতে অবস্থান করা ইরাকের একজন কর্নেল বার্তা সংস্থা রয়টার্সকে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কর্নেল জানান, অন্তত ১০টি রকেট ঘাঁটিতে আঘাত হেনেছে। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, তাজি ঘাঁটির পার্শ্ববর্তী এলাকায় রকেট লঞ্চারসহ একটি ট্রাক পড়ে থাকতে দেখা গেছে। এতে বেশ কিছু অব্যবহৃত কাতিউশা রকেট ছিল। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফায় ওই ঘাঁটিতে এ ধরনের হামলা চালানো হলো।
এদিকে, ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির বিভিন্ন অবস্থানে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনারা। সিরিয়ার দেইর আজ-যোর প্রদেশের কাছে হাশদ আশ-শাবির একটি অবস্থানে মার্কিন বিমান হামলায় ১৮ যোদ্ধা নিহত হওয়ার একদিন পর আমেরিকা ইরাকের মাটিতে এই সিরিজ হামলা চালায়।
ইরাকের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মিডিয়া সেল থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন বাহিনী হাশদ আশ-শাবির সদর দফতরে বিমান হামলা চালায়। রাজধানী বাগদাদের ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে জার্ফ আন-নাসের শহর, বাবিল শহর, পবিত্র নাজাফ এবং প্রাচীন আলেক্সান্দ্রিয়া শহরে বিমান হামলা চালানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার