যুক্তরাষ্ট্রের তিনি মিডিয়া প্রতিষ্ঠানের সাংবাদিকদের নিষিদ্ধ করছে চীন। প্রতিষ্ঠানগুলো হল নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল ও ওয়াশিংটন পোস্ট। এ সিদ্ধান্তের কারণে তারা চীনের মূল ভূখণ্ড, স্বায়ত্তশাসিত অঞ্চল ম্যাকাও এবং হংকংয়েও কাজ করতে পারবেন না।
চীনের এ ঘোষণার কারণে ১০ দিনের মধ্যে প্রতিনিধিদের ফিরিয়ে নিতে হবে যুক্তরাষ্ট্রকে। তবে চীনের এ সিদ্ধান্তের কারণ কতজন সাংবাদিকের ওপর প্রভাব পড়বে তা জানা যায়নি।
প্রায় এক মাস আগে চীনের ৫টি রাষ্ট্রীয় গণমাধ্যমকে 'বিদেশি মিশন' আখ্যা দিয়েছিল যুক্তরাষ্ট্র এবং সেসব প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছিল। তারই প্রতিশোধের অংশ হিসেবে চীন এটা করেছে বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা