১০ এপ্রিল, ২০২০ ১৮:৩৩

কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে আবারও সরব চীন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভারতের

অনলাইন ডেস্ক

কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে আবারও সরব চীন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভারতের

করোনাভাইরাসের প্রকোপ সামলাতে হিমসিম খাচ্ছে গোটা বিশ্ব। এমন পরিস্থিতিতে আর অন্য কোনো সমস্যা নিয়ে ভাবতে রাজি নয় কোনো দেশই। তবে যাদের জন্য আজ সারা বিশ্ব বিপর্যস্ত, সেই চীন কিন্তু এখনও পরের ঘরের উঁকি মেরে চলেছে। 

করোনা পরিস্থিতির মাঝে ভারতের কাশ্মীর ইস্যু নিয়ে তাদের মাথাব্যথা রয়েছে। আর জাতিসংঘে আচমকা কাশ্মীর ইস্যু তুলে সেটা তারা বুঝিয়েও দিল। তবে এমন পরিস্থিতিতে কাশ্মীর ইস্যুকে ভারত জানাল, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ব্যাপার।

আন্তর্জাতিক মঞ্চে অন্য দেশের অ্যভন্তরীণ ব্যাপারে কথা বলা থেকে চীনকে বিরত থাকতে বলেছে ভারত। এরই সঙ্গে চীন সরকারের ভারত-পাকিস্তান সমস্যায় পাকিস্তানের সন্ত্রাসবাদকে স্বীকৃতি না দেওয়ার ঘটনারও কড়া নিন্দা করেছে ভারত সরকার। 

জাতিসংঘে চীনের মুখপাত্র বলেন, "কাশ্মীর বিষয়ে বেইজিংয়ের অবস্থান বদলায়নি। বহুদিন ধরে চলা এই সমস্যার  সমাধান শান্তিপূর্ণভাবে জাতিসংঘেই হওয়া উচিত।" 

এরপর বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীন জাতিসংঘে কাশ্মীর নিয়ে অকারণ মন্তব্য করে দায় চাপানোর চেষ্টা করেছে ভারতের উপর। তবে অকারণ দায় ভারত কখনওই মেনে নেবে না।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর