২৯ মে, ২০২০ ১২:৪৬

নিষেধাজ্ঞা ছাড় বাতিল করায় আমেরিকার কঠোর সমালোচনা করল রাশিয়া

অনলাইন ডেস্ক

নিষেধাজ্ঞা ছাড় বাতিল করায় আমেরিকার কঠোর সমালোচনা করল রাশিয়া

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

ইরান বিষয়ক নিষেধাজ্ঞা ছাড়সহ আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি বাতিল করায় আমেরিকার কঠোর সমালোচনা করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মার্কিন এসব পদক্ষেপের কারণে আন্তর্জাতিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে।

বৃহস্পতিবার তিনি মস্কোয় সাংবাদিকদের বলেন, “এই ধরনের আচরণ পরিষ্কারভাবে ধ্বংসাত্মক। ওয়াশিংটনের কর্মকাণ্ড দিন দিন আরওি বেশি বিপজ্জনক ও অনিশ্চিত হয়ে উঠছে।”

২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা মেনে চলা দেশগুলোর ওপর থেকে সম্প্রতি নিষেধাজ্ঞা ছাড় বাতিলের ঘোষণা দিয়েছে আমেরিকা। ২০১৮ সালে আমেরিকা নিজেই পরমাণু সমঝোতা থেকে সরে যায় এবং ইরানের বিরুদ্ধে সমস্ত নিষেধাজ্ঞা পুনর্বহাল করে।

ইউরোপের দেশগুলো প্রথম দিকেই আমেরিকার কাছে আত্মসমর্পণ করে মার্কিন নিষেধাজ্ঞা মেনে চলছে।  তবে রাশিয়া ও চীন তা করতে অস্বীকার করে আসছে। ইরানের সঙ্গে পরমাণু সহযোগিতা অব্যাহত রেখেছে রাশিয়া।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর