২ জুলাই, ২০২০ ১৯:২৬

শতশত পিৎজা হাট চালানো কোম্পানিটি এখন দেউলিয়া

অনলাইন ডেস্ক

শতশত পিৎজা হাট চালানো কোম্পানিটি এখন দেউলিয়া

মহামারী করোনাভাইরাস দুর্যোগে ১২০০ পিৎজা হাট এবং ৪০০ ওয়েন্ডির মালিকানাধীন মার্কিন কোম্পানি এনপিসি ইন্টারন্যাশনাল নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। বলা হচ্ছে, কোম্পানিটি করোনাকালীন সময়ে সব আউটলেট বন্ধ থাকায় তাদের ঋণ ১ বিলিয়নে গিয়ে ঠেকেছে। তারা ইতিমধ্যে দেউলিয়া ঘোষণার ছাড়পত্র পেতে মার্কিন সরকারের ‘চাপটার ১১’ ফর্ম জমা দিয়েছে।

সিএনএন এক প্রতিবেদনে উল্লেখ করেছে, আমেরিকার ৩০টি অঙ্গরাজ্যে কোম্পানিটির অধীনে প্রায় ৩৬ হাজার কর্মচারী কাজ করছেন। নিজদের তারা দেউলিয়া ঘোষণা করলেও এখনই সব জায়গার আউটলেট বন্ধ করছে না। ঋণ আরেকটু কমিয়ে আনতে চায় তারা। আমেরিকায় প্রায় ৭ হাজার ১০০টির মতো পিৎজা হাট রয়েছে। তার মানে এনপিসির প্রায় ১৭ শতাংশ।

এনপিসি ইন্টারন্যাশনালের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, ‘করোনার সময়ে কাজ চালিয়ে যাওয়া খুব কঠিন হয়ে পড়ে। ওদিকে আবার সব খরচ নিয়মিত টানতে হয়েছে।’ মার্চ থেকে আমেরিকায় লকডাউন শুরু হওয়ায় অনেক কোম্পানি দেউলিয়া হয়ে চাপটার ১১’র জন্য দেশটির সরকারের কাছে আবেদন করে। এর মধ্যে একাধিক পিৎজা হাট রয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর