১১ জুলাই, ২০২০ ১১:৩৭

করোনা মহামারী; ৯০০০ কর্মীকে চাকরিচ্যুত করছে এমিরেটস

অনলাইন ডেস্ক

করোনা মহামারী; ৯০০০ কর্মীকে চাকরিচ্যুত করছে এমিরেটস

করোনাভাইরাস মহামারীর কারণে ৯০০০ কর্মীকে চাকরিচ্যুত করছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এমিরেটস। সংস্থাটির প্রেসিডেন্ট এ তথ্য নিশ্চিত করেছেন। করোনা সঙ্কটের আগে এমিরেটসের ৬০ হাজার কর্মী ছিল।

সংস্থাটির প্রেসিডেন্ট স্যার টিম ক্লার্ক জানিয়েছেন, সংস্থাটি এরইমধ্যে দশভাগ কর্মী ছাঁটাই করেছে। এখন সম্ভবত আরও কিছু কর্মীকে ছাড়িয়ে দেওয়া হবে, মোট চাকরিচ্যুত কর্মীর সংখ্যা দাঁড়াতে হবে ১৫ ভাগ।

করোনাভাইরাসের কারণে সারা বিশ্বের বিমান যোগাযোগ শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। করোনা সংক্রমণ রোধে বিশ্বের অধিকাংশ দেশেই বিমান যোগাযোগ সীমিত রাখা হয়েছে। সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর