শিরোনাম
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
- ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার
- আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- যে কারণে 'ভ্যাম্পায়ার' দাঁতে আগ্রহ বাড়ছে তরুণীদের
- অবশেষে চলেই গেলেন কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র, ভারতীয় গণমাধ্যমের দাবি
- প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, বিশ্বাস বিএনপির: রিজভী
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- সাময়িক বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম
সৌদির সমালোচনায় ইমরান খান, ফিরিয়ে দিলেন সহায়তার প্রস্তাব
অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের আগ্রাসন অব্যাহত থাকায় এর তীব্র সমালোচনা করেছেন। তিনি আল জাজিরা টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে সৌদি হামলা অব্যাহত থাকার প্রতিক্রিয়ায় বলেছেন, এর ফলে সেখানে ব্যাপক মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সৌদি আগ্রাসনের কারণে ইয়েমেনের সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার কথা উল্লেখ পাক প্রধানমন্ত্রী আরো বলেছেন, এ যুদ্ধ থামানোর জন্য ইসলামাবাদ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আমেরিকা, সংযুক্ত আরব আমিরাতসহ আরো কয়েকটি দেশের সহযোগিতায় সৌদিআরব ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে স্থল, সমুদ্র ও আকাশ পথে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ওই দেশটিতে হামলা চালিয়ে যাচ্ছে। সৌদি বর্বর আগ্রাসনে এ পর্যন্ত ১৬ হাজার ইয়েমেনি নিহত, হাজার হাজার মানুষ আহত এবং লাখ লাখ মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে। আগ্রাসন শুরুর পাঁচ বছর পর এখনো হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চলতে থাকায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর এ সমালোচনা থেকে থেকে ইয়েমেন যুদ্ধের ব্যাপারে ইসলামাবাদের নীতির বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।
ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে পাকিস্তানকে রাজি করাতে ব্যর্থ হওয়ার পর সৌদি সরকার ইসলামাবাদকে বিপুল অংকের অর্থ সহায়তা দেয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু পাক প্রধানমন্ত্রী ইমরান খানের এ সমালোচনা থেকে বোঝা যায় লোভ দেখানোর কৌশল এঁটেও সৌদি আরব ব্যর্থ হয়েছে। অবশ্য ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি অংশ নিতে পাকিস্তানকে রাজি করাতে ব্যর্থ হওয়ার পর সৌদি কর্মকর্তারা এখন গোপনে সমঝোতায় পৌঁছার চেষ্টা করছেন যাতে ওই যুদ্ধে ইসলামাবাদের সমর্থন পাওয়া যায়। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থের কথা ভেবে রিয়াদের অন্যায় দাবির কাছে আত্মসমর্পণ করেননি। বিশেষ করে ইয়েমেনে সৌদি আগ্রাসনের তীব্র বিরোধী পাকিস্তানের বিরোধী দলগুলো ও জনগণ এ ব্যাপারে আগেই প্রধানমন্ত্রী ইমরান খানকে হুঁশিয়ার করে দিয়েছিল।
পাকিস্তানের পিপলস পার্টির নেতা ও ধর্ম বিষয়ক সাবেক মন্ত্রী সাহেব যাদেহ হামেদ সাঈদ কাজেমি বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট কেবল যুক্তরাষ্ট্রকে সেবাদান করছে এবং মার্কিন স্বার্থ রক্ষা করাই ওই জোট প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। পাকিস্তান যদি সরাসরি এ জোটে যোগ দেয় তার অর্থ হবে আগ্রাসী সৌদি আরব ও আমেরিকাকে সহযোগিতা করা। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট পরিচালনার দায়িত্বে রয়েছেন পাকিস্তানের সাবেক সেনা প্রধান জেনারেল রাহিল শরীফ। এ কারণে পাকিস্তানের জনগণ, রাজনৈতিক দল ও গণমাধ্যমগুলো অনেক দিন ধরেই রাহিল শরীফের সমালোচনা কর আসছিল।
২০১৬ সালের এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টে একটি প্রস্তাব পাশ হয় যার ভিত্তিতে ইয়েমেন ইস্যুতে নিরপেক্ষ থাকার কথা বলা হয়েছিল। কিন্তু সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটে রাহিল শরিফের উপস্থিতি ওই প্রস্তাবের লঙ্ঘন। কিন্তু তারপরও সৌদি অর্থ সহায়তার প্রস্তাব ফিরিয়ে দিয়ে প্রধানমন্ত্রী ইমরান খান ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত থাকার কথা জানান। কারণ তা না হলে পাকিস্তানে তার রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়বে এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে। তবে ইমরান খান ২০১৮ সালে ক্ষমতায় আসার পর থেকেই ইয়েমেনিদের বিরুদ্ধে সৌদি আগ্রাসনের সমালোচনা করে আসছেন।
সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক
এই বিভাগের আরও খবর