১২ আগস্ট, ২০২০ ০৯:২২

মালিক গ্রেফতার, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হংকংয়ের পত্রিকার

অনলাইন ডেস্ক

মালিক গ্রেফতার, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হংকংয়ের পত্রিকার

চীন থেকে হংকংয়ে নতুন ‘নিরাপত্তা আইন’ পাশ করার এক মাসের মাথায় প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্ব জিমি লাইকে গ্রেফতার করেছে স্থানীয় প্রশাসন। জিমি লাই হংকংয়ের দৈনিক ট্যাবলয়েড পত্রিকা অ্যাপল ডেইলির মালিক। সোমবার তাকে গ্রেফতার করা হয়। তবে মঙ্গলবার তিনি জামিনে মুক্ত হয়েছেন। এদিকে এ ঘটনার পর লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে অ্যাপল ডেইলি।

‘বিদেশি শক্তির সঙ্গে জোটবদ্ধ’ হয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছে জিমি লাইয়ের বিরুদ্ধে। তাকে গ্রেফতারের পরদিন মঙ্গলবার পত্রিকার প্রথম পাতায় লাইয়ে গ্রেপ্তারের ছবিসহ সংবাদ প্রকাশ করে অ্যাপল ডেইলি।

ওই খবর প্রকাশের পর পত্রিকার দোকানগুলো থেকে অ্যাপল ডেইলি পত্রিকাটি লাইন ধরে কিনেছে হংকংয়ের জনগণ। বিক্রেতারা জানায়, এদিন অল্প সময়ের মধ্যেই হংকংয়ের জনপ্রিয় পত্রিকাটির বিক্রি শেষ হয়ে গেছে।

বেইজিংয়ের সমালোচনা করায় অ্যাপল ডেইলি পত্রিকার মালিক লাইকে বীর হিসেবে দেখে হংকংয়ের বাসিন্দারা। তবে চীন লাইকে একজন বিশ্বাসঘাতক হিসেবেই বিবেচনা করে।

সূত্র: বিবিসি।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর