১৪ আগস্ট, ২০২০ ২২:৫২

আগ্রাসনের যোগ্য জবাব দিতে জানি, চীনকে হুঁশিয়ারি ভারতের রাষ্ট্রপতির

অনলাইন ডেস্ক

আগ্রাসনের যোগ্য জবাব দিতে জানি, চীনকে হুঁশিয়ারি ভারতের রাষ্ট্রপতির

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবার লাদাখের গালওয়ান উপত্যকায় সেনা সংঘর্ষ নিয়ে মুখ খুললেন। তিনি দেশটির ৭৪তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে চীনকে হুঁশিয়ারি দিয়ে বললেন, 'গালওয়ানে ভারতের সেনারা সাহসিকতার পরিচয় দিয়েছে। দেশের নিরাপত্তার জন্য আত্মবলিদান দিয়েছে। তাঁদের সম্মান জানাই। ভারত শান্তিতে বিশ্বাসী। কিন্তু কেউ যদি আগ্রাসী নীতি নেয়, তাহলে সেই আগ্রাসনবাদীদের যোগ্য জবাব দিতেও জানে।' খবর ইকোনমিক টাইমস এর।

করোনা প্রকোপের কারণে এ বছর অনেকটা অনাড়ম্বরভাবেই পালিত হবে ভারতের স্বাধীনতা দিবস। সে প্রসঙ্গ উত্থাপন করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আরও বলেন, 'এবারের স্বাধীনতা দিবস তেমন জাঁকজমকের সঙ্গে উদযাপিত হবে না। তবু আজ আমাদের করোনাযোদ্ধাদের কথা ভাবতে হবে। চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা নিজেদের উজাড় করে দিয়ে পরিষেবা দিয়ে চলেছেন। দুর্ভাগ্যের বিষয়, তাঁদের অনেকেই এই রোগের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। আজ তাঁদের কথা ভুলে গেলে চলবে না। তাঁদের পাশে দাঁড়াতে হবে।'

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর