ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, সম্পর্ক স্বাভাবিক করার উদ্দেশ্যে ইসরায়েলের সঙ্গে চুক্তি করে সংযুক্ত আরব আমিরাত ‘বড় ভুল’ করেছে। শনিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি একথা বলেন।
আমিরাত-ইসরায়েল চুক্তির ঘোষণা আসার পরপরই ইরান এ চুক্তি প্রত্যাখ্যান করে। শনিবারের ভাষণে রুহানিও ফিলিস্তিন বিষয়ে তেহরানের আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেন। ইসরায়েলকে ‘এ অঞ্চলে পা রাখার সুযোগ’ করে দেওয়ার ব্যাপারে উপসাগরীয় দেশগুলোকে সতর্কও করেছেন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ