৭ সেপ্টেম্বর, ২০২০ ০৭:৪৫

ইরানবিরোধী জোট গঠনে সম্মত হয়েছে ইসরায়েল ও আমিরাত: পম্পেও

অনলাইন ডেস্ক

ইরানবিরোধী জোট গঠনে সম্মত হয়েছে ইসরায়েল ও আমিরাত: পম্পেও

মাইক পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার ইরানবিরোধী অবস্থান ঘোষণা করতে গিয়ে দাবি করেছেন, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল ইরানবিরোধী জোট গঠন করতে সম্মত হয়েছে।

ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে ধরতে গিয়ে পম্পেও  রবিবার ওয়াশিংটনের এক বক্তব্যে বলেন, ইরান গোটা মধ্যপ্রাচ্যসহ আমেরিকার নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি।

তিনি বলেন, এই হুমকি যাতে আমেরিকার উপকূলে পৌঁছাতে না পারে বা মধ্যপ্রাচ্যের কোনও দেশের ক্ষতি করতে না পারে সেজন্য নিজেদের মধ্যে সম্পর্ককে আরও বেশি শক্তিশালী করতে সম্মত হয়েছে আবু ধাবি ও তেল আবিব।

মাইক পম্পেওর বরাত দিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার পেজে লেখা হয়েছে, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।

সংযুক্ত আরব আমিরাত গত ১৩ আগস্ট ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দেয়।আমেরিকার মধ্যস্থতায় তেল আবিব ও আবুধাবি এই সমঝোতায় পৌঁছে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর