১৩ সেপ্টেম্বর, ২০২০ ১০:৪৫

ভূমধ্যসাগরে তেল-গ্যাস নিয়ে উত্তেজনা, ম্যাক্রনকে এরদোগানের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক

ভূমধ্যসাগরে তেল-গ্যাস নিয়ে উত্তেজনা, ম্যাক্রনকে এরদোগানের সতর্কবার্তা

সংগৃহীত ছবি

ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে তৈরি তুরস্ক ও গ্রিসের মধ্যকার উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে গ্রিসের পক্ষ নিয়েছে ফ্রান্সসহ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত (ইইউ) বেশ কিছু দেশ। বৃহস্পতিবার ইইউ’র সভায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন তুরস্কের বিরুদ্ধে আরো শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান ইইউভুক্ত দেশগুলোকে। সেখানে তিনি তুরস্কের নানান কর্মকাণ্ডের সমালোচনাও করেন। 

তার জবাবে শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ‘আপনার (ম্যাক্রন) ইতিহাস সম্পর্কে কোনো ধারনাই নেই। এমনকী আপনি ফ্রান্সের ইতিহাসও ভালো করে জানেন না। সুতরাং আমাদের উদ্দেশ্যে মানবতার লেকচার দিতে আসবেন না। আলজেরিয়ায় কারা ১০ লক্ষ মানুষ মেরেছিল? রুয়ান্ডায় কারা ৮ লাখ মানুষকে খুন করেছিল? তুরস্ক ও তুরস্কের মানুষের সঙ্গে লাগতে আসবেন না।’

এর আগে ম্যাক্রন বলেছিলেন, ‘আমাদেরকে অবশ্যই তুরস্কের সরকারের বিরুদ্ধে কঠোর হতে হবে। তবে তুরস্কের মানুষের বিরুদ্ধে নয়। তারা এরদোগান সরকারের চেয়ে ভালো আচরণ পাওয়ার যোগ্য। তুরস্ক এখন থেকে ভূমধ্যসাগর অঞ্চলের অংশীদার নয়।’

সূত্র: আনাদোলু এজেন্সি।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর