২১ সেপ্টেম্বর, ২০২০ ১৬:১৯

পম্পেও'র লাগাম টানুন, ট্রাম্পকে জারিফ

অনলাইন ডেস্ক

পম্পেও'র লাগাম টানুন, ট্রাম্পকে জারিফ

ফাইল ছবি

যুক্তরাজ্য ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমশই বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র কঠোর সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়নি বলে নিরাপত্তা পরিষদের অন্য সব সদস্য ঘোষণা দেওয়ার পরও পম্পেও বারবারই একই কথা বলে যাচ্ছেন। একই সঙ্গে তিনি অন্য দেশগুলোকে সুর মেলাতে হুমকি দিচ্ছেন। তিনি এক টুইটার বার্তায় এসব মন্তব্য করেছেন।’

ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে জারিফ বলেন, ‘আপনার (ট্রাম্প) পররাষ্ট্রমন্ত্রীর লাগাম টেনে ধরুন। পম্পেও শনিবার দাবি করেছেন, ২০১৫ সালের পরমাণু চুক্তির তথাকথিত স্ন্যাপব্যাক ধারা অনুযায়ী ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়েছে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘মাইক পম্পেও আমেরিকাকে আরও বেশি হাসির পাত্রে পরিণত করার আগেই ট্রাম্পের উচিৎ নিজের পথ পরিবর্তন করা।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর