২৩ সেপ্টেম্বর, ২০২০ ১৫:০৫

হাসপাতাল থেকে ছাড়া পেলেন রুশ নেতা নাভালনি

অনলাইন ডেস্ক

হাসপাতাল থেকে ছাড়া পেলেন রুশ নেতা নাভালনি

বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়া রুশ নেতা অ্যালেক্সেই নাভালনি বার্লিনের হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বার্লিনের দ্য চ্যরিটি হাসপাতাল জানিয়েছে, নাভালনির স্বাস্থ্যের উন্নতি হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় নাভালনি একটি ছবি পোস্ট করে বলেলেন, তাকে পুরোপুরি সুস্থ করে তুলতে সব ধরনের প্রচেষ্টা চালিয়েছেন চিকিৎসকরা।

নোভিচক নার্ভ অ্যাজেন্ট প্রয়োগে অসুস্থ হয়ে পড়েন নাভালনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির কট্টর সমালোচক হিসেবে পরিচিত নাভালনি। এ বিষপ্রয়োগের পেছনে পুতিনের হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জার্মানির চ্যাঞ্চেলর অ্যাঞ্জেলা মের্কেল বলেছেন, নাভালনির ওপর বিষপ্রয়োগের ব্যাখ্যা পুতিনকে দিতে হবে। তবে জার্মানির এমন দাবি উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। জার্মানিতেই নাভালনি বিষ প্রয়োগের শিকার হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে রাশিয়া। 

উল্লেখ্য, গত ২০ আগস্ট সাইবেরিয়া থেকে মস্কো ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন নাভালনি। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নাভালনিকে জার্মানি নিয়ে আসা হয়। 

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর