২৬ অক্টোবর, ২০২০ ১৮:০০

ঢাকায় আলোকচিত্র প্রদর্শনীতে ফুটে উঠল কাশ্মীরে পাকিস্তানের সেই আগ্রাসন

অনলাইন ডেস্ক

ঢাকায় আলোকচিত্র প্রদর্শনীতে ফুটে উঠল কাশ্মীরে পাকিস্তানের সেই আগ্রাসন

১৯৪৭ সালের ২২ অক্টোবর কাশ্মীর দখল করে নেওয়ার জন্য ‘অপারেশন গুলমার্গ’ নামে নৃশংস অভিযান চালিয়েছিল পাকিস্তান। পাকিস্তানি সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদে উপজাতীয় জঙ্গিদের সেই আগ্রাসনের সময় হানাদারদের বিরুদ্ধে কাশ্মীরের লাখ লাখ হিন্দু-মুসলিম-শিখ রুখে দাঁড়িয়েছিল। ওই অভিযানে ৪০ হাজার কাশ্মিরী মুসলিম, হিন্দু, শিখ প্রাণ হারায়। ১০ হাজার নারী ধর্ষণের শিকার হন এবং ২ হাজার নারীকে জোরপূর্বক পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। সেই ঘটনা স্মরণে প্রতিবছর কাশ্মীরে কালো দিবস পালিত হয়।

এ বছর দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকার শাহবাগে আলোকচিত্র প্রদর্শনী হয়েছে। ২২-২৫ অক্টোবরব্যাপী এ চিত্রপ্রদর্শীতে ‘অপারেশন গুলমার্গ’র নৃশংসতা তুলে ধরা হয়। পাশাপাশি ১৯৭১ সালের তৎকালীন পূর্ব পাকিস্তানে 'অপারেশন সার্চলাইট' অভিযানের নামে পশ্চিম পাকিস্তানের বর্বরতার ছবিও তাতে তুলে ধরা হয়। আলোকচিত্র প্রদর্শনীতে বাংলাদেশ ও এর জাতির জনকের ওপর পাকিস্তানি বাহিনীর বর্বরতা, ৩ নভেম্বরের জেল হত্যা, ২১ আগস্ট গ্রেনেড হামলার ভয়াবহতা তুলে ধরা হয়।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর