২৮ অক্টোবর, ২০২০ ১৭:৩০

শক্তিশালী টাইফুন ‘মোলাভি’র কবলে ভিয়েতনাম, নিখোঁজ ২৬ জেলে

অনলাইন ডেস্ক

শক্তিশালী টাইফুন ‘মোলাভি’র কবলে ভিয়েতনাম, নিখোঁজ ২৬ জেলে

শক্তিশালী টাইফুন ‘মোলাভি’ আঘাত হেনেছে ভিয়েতনামে। সেন্ট্রাল ভিয়েতনামে আঘাত হানা এ টাইফুনে কমপক্ষে দু'জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া উত্তাল সাগরে নৌকা ডুবে ২৬ জেলে নিখোঁজের খবর পাওয়া গেছে।

এদিকে, গত ২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন আখ্যা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

ভিয়েতনামের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার দক্ষিণ-মধ্য নাগাই প্রদেশের ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে আঘাত হানে টাইফুন। এর আগে সামুদ্রিক ঝড়টি বিন দিন প্রদেশে আঘাত হানলে ২৬ জেলে নিখোঁজ হন। তাদের সন্ধানে নৌ-বাহিনীর দুটি উদ্ধারকারী নৌকা অভিযান চালাচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকায় টাইফুনের ক্ষয়-ক্ষতি এড়াতে ৪০ হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নেয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় ঘরে ঘরে গিয়ে খবর নেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

টাইফুনের আঘাতে বহু গাছ-পালা উপড়ে গেছে। নিচু এলাকায় পানিতে তলিয়ে যাওয়া ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

দুর্ঘটনা এড়াতে বাতিল করা হয়েছে ২০০ ফ্লাইট। সেই সঙ্গে পাঁচটি বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছ। এছাড়া আবহাওয়া উন্নতি না হওয়া পর্যন্ত সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর