৬ নভেম্বর, ২০২০ ১৭:৩৮

মার্কিন-তালেবান চুক্তি সত্ত্বেও আফগানিস্তানে সহিংসতা বেড়েছে ৫০ ভাগ

অনলাইন ডেস্ক

মার্কিন-তালেবান চুক্তি সত্ত্বেও আফগানিস্তানে সহিংসতা বেড়েছে ৫০ ভাগ

আমেরিকার সঙ্গে তালেবানের শান্তি চুক্তি সই এবং কাবুল সরকারের সঙ্গে উগ্র এ গোষ্ঠীর আলোচনা অব্যাহত থাকার পরেও চলতি বছর আফগানিস্তানে সহিংস হামলার ঘটনা শতকরা ৫০ ভাগ বেড়ে গেছে।

আফগানিস্তান পুনর্গঠন বিষয়ক মার্কিন স্পেশাল ইন্সপেক্টর জেনারেল মার্কিন কংগ্রেসে জমা দেয়া রিপোর্টে এ তথ্য জানিয়েছেন।

রিপোর্টে বলা হয়েছে, আগের তিন মাসের তুলনায় জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে আফগান নিরাপত্তা বাহিনী এবং সাধারণ জনগণের ওপর হামলার ঘটনা শতকরা ৫০ ভাগ বেড়ে গেছে।

রিপোর্টে বলা হয়েছে, ঋতুভিত্তিক যে হামলার ঘটনা ঘটে এই তিন মাসে তা স্বাভাবিকের চেয়ে বেশি। রিপোর্টে আরো বলা হয়েছে, গত তিন মাসে আফগানিস্তানে ২,৫৬১ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। এরমধ্যে ৮৭৬ জন মারা গেছে যা এপ্রিল থেকে জুন মাসের তুলনায় শতকরা ৪৩ ভাগ বেশি।

গত কয়েক মাসে আফগানিস্তানের প্রাদেশিক রাজধানী এবং নিরাপত্তা বাহিনীর ঘাঁটিগুলোতে তালেবান হামলা জোরদার করার প্রেক্ষাপটে আফগানিস্তানে সহিংসতা অনেক বেড়ে গেছে। কাবুল সরকার এবং তালেবানের মধ্যে কাতারের রাজধানী দোহায় যখন শান্তি আলোচনা চলছে তখন এই সহিংসতার ঘটনা বাড়ছে। দু’পক্ষই এর জন্য পরস্পরকে দোষারোপ করছে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর