জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করলে দেশটি আবারও ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতে ফিরতে পারেন বলে জানিয়েছেন সৌদি আরবের গোয়েন্দা বাহিনীর সাবেক প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল।
তিনি আবুধাবিতে বৈরুত ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে এ কথা বলেছেন। ফয়সাল আল তুর্কি আরও বলেন, বাইডেনের আমলে ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতিতে অনেক পরিবর্তন আসতে পারে।
তিনি বলেন, ‘বাইডেন বলেছেন পরমাণু সমঝোতা জেসিপিওএ-তে তিনি ফিরে আসবেন, তবে কিছু শর্তের ভিত্তিতে। আমরা এখনও জানিনা এসব শর্ত কী।’
তবে তুর্কি আল ফয়সালের মতে, ফিলিস্তিনি ইস্যুতে বাইডেনের নীতি ট্রাম্পের চেয়ে ভিন্ন হবে না। এ ক্ষেত্রে ফিলিস্তিনিরা কোনো আশা করে থাকলে হতাশ হবে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সরকারসহ ছয় জাতিগোষ্ঠী ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা বা জেসিপিওএ-তে সই করেন। সে সময় ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন জো বাইডেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ২০১৮ সালে অন্যায়ভাবে পরমাণু সমঝোতা থেকে সরে দাঁড়ান।
বিডি প্রতিদিন/আবু জাফর