ইরাকের নিরাপত্তা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির প্রভাবশালী সদস্য কাত’আ আল-রিকাবি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট পরিবর্তিত হওয়ার কারণে ইরাক থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে কোনও প্রভাব পড়বে না।
তিনি বলেন, গত বছরের জানুয়ারি মাসে ইরাকেরর সংসদে সর্বসম্মতিক্রমে মার্কিন সেনা ফেরত পাঠানোর ব্যাপারে যে প্রস্তাব পাস হয়েছে সে প্রস্তাব অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং হোয়াইট হাউসে কি পরিবর্তন হল তার সাথে ইরাক থেকে সেনা প্রত্যাহারের কোনও সম্পর্ক নেই। তিনি বলেন, সংসদে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা অপরিবর্তনযোগ্য।
রিকাবি বলেন, “ইরাক থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা সুনির্দিষ্ট এবং পরিবর্তন করা যাবে না। এ সিদ্ধান্ত বাস্তবায়ন নিতান্তই সময়ের ব্যাপার। যেহেতু সংসদে প্রস্তাবটি গৃহীত হয়েছে সেজন্য এটি বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।”
ইরাকের আরবি ভাষার বার্তা সংস্থা আল-মালোমাহকে দেয়া সাক্ষাৎকারে ইরাকের এ সংসদ সদস্য এসব কথা বলেন। তিনি বলেন, হোয়াইট হাউসের সঙ্গে সমন্বয় করে অবশ্যই ইরাক সরকারকে মার্কিন সেনা ফেরত পাঠানোর ব্যাপারে একটি সময়সীমা নির্ধারণ করতে হবে। তাতে হোয়াইট হাউসে কে ক্ষমতায় এলেন আর কে গেলেন সেটি কোনও বিবেচ্য বিষয় নয়।
আল-রিকাবিব জোর দিয়ে বলেন, ইরাকের সংসদে পাস হওয়া সিদ্ধান্ত কোনভাবেই পরিবর্তন করা যাবে না। একে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি কারণ এটি সর্বসম্মতভাবে গৃহীত একটি সিদ্ধান্ত এবং এর পেছনে জনগণের ব্যাপক সমর্থন রয়েছে।
বিডি প্রতিদিন/কালাম