২৮ নভেম্বর, ২০২০ ০৫:০৬

থাইল্যান্ডে মিলল ৩-৫ হাজার বছরের পুরনো তিমির কঙ্কাল

অনলাইন ডেস্ক

থাইল্যান্ডে মিলল ৩-৫ হাজার বছরের পুরনো তিমির কঙ্কাল

থাইল্যান্ডে বিরল এক তিমির কঙ্কাল খুঁজে পাওয়া গেছে। এটি ৩ থেকে ৫ হাজার বছরের পুরনো বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের শুরুতে রাজধানী ব্যাংককের প্রায় ১২ কিলোমিটার পশ্চিমে উপকূলে হাড়গুলোর খোঁজ পাওয়া যায়।

কঙ্কালটি প্রায় নিখুঁত রয়েছে। ৩৯ ফুট দীর্ঘ এ কঙ্কাল ব্রাইড’স প্রজাতির তিমির বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা আশা করছেন, এই আবিষ্কার বিশেষত সমুদ্র স্তর ও জীববৈচিত্র্য নিয়ে গবেষণায় পেছনের আরও ইতিহাস জানার পথ খুলে দেবে।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের স্তন্যপায়ী প্রাণী গবেষক মার্কাস চুয়া জানান, আংশিক ফসিলে পরিণত হওয়া এই হাড়গুলো ‘বিরল আবিষ্কার’।

থাইল্যান্ডের পরিবেশমন্ত্রী তিমির কঙ্কালের ছবি শেয়ার করেছেন। তাতে দেখা গেছে, হাড়গুলো অনেকটাই অক্ষত অবস্থায় রয়েছে।

মন্ত্রী জানান, এখন পর্যন্ত কঙ্কালটির ৮০ শতাংশের বেশি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কশেরুকা, পাজর, পাখনা, কাঁধের হাড় আছে। কঙ্কালটির মাথার দৈর্ঘ্যই ৩ মিটারের মতো।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর