৩০ নভেম্বর, ২০২০ ১৮:১৭

ইরাকে তেল শোধনাগারে রকেট হামলা

অনলাইন ডেস্ক

ইরাকে তেল শোধনাগারে রকেট হামলা

উত্তর ইরাকের সিনিয়া তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইসলামিক স্টেটের জঙ্গিরা। রকেট হামলায় আগুন লেগে যায় সেখানে। বন্ধ করে দেওয়া হয় কাজ। সোমবার সকালে ইরাকের সরকার জানিয়েছে, ফের তেল শোধনাগারটিতে উৎপাদন শুরু হয়েছে। ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি।

উত্তর ইরাকের ছোট তেল শোধনাগার সিনিয়া। রবিবার আচমকাই সেখানে পর পর দুইটি রকেট এসে পড়ে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে শুরু করে চারিদিক। দ্রুত কর্মীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ইসলামিক স্টেট হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়। ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটবে বলে হুমকি দিয়েছে তারা। তাদের দাবি, দুইটি কাটিউশা রকেট ছোড়া হয়েছিল তেল শোধানাগারে।

আগুন লাগার পর ঘটনাস্থলে পৌঁছয় দমকল। সোমবার সকাল পর্যন্ত আগুন নেভানোর কাজ চলে। বন্ধ করে দেওয়া হয় শোধনাগারের সমস্ত কাজ। তবে ইরাকের সরকার জানিয়েছে, হতাহতের ঘটনা ঘটেনি। সিনিয়া খুব বড় তৈল শোধনাগার নয়। সেখান থেকে সামান্য দূরে অবস্থিত বাইজি শোধনাগার। কোনো ভাবে যদি রকেট সেখানে গিয়ে আঘাত করত, তা হলে বড়সড় ক্ষতির সম্ভাবনা ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আইএস জঙ্গিরা কেন তেল শোধনাগারে হামলা চালালো, সে বিষয়টিও এখনো স্পষ্ট নয়।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর