করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে মরণঘাতী করোনার মহামারি মোকাবেলায় সবচেয়ে ধনী ব্যক্তিদের উপর বাড়তি কর আরোপ করেছে আর্জেন্টিনা। কর থেকে প্রাপ্ত অর্থ আক্রান্তদের চিকিৎসা ও ত্রাণ সামগ্রী সরবরাহের জন্য ব্যাবহার করা হবে।
জানা যায়, নতুন আরোপিত এই করের নাম দেয়া হয়েছে ‘মিলিয়নিয়ার ট্যাক্স’। সিদ্ধান্ত নেয়া হয় আর্জেন্টিনা পার্লামেন্টে। সেখানে এক ভোটাভুটির পর এই সিদ্ধান্ত নেয়া হয়। অতিরিক্ত কর আরোপের প্রস্তাবে পক্ষে ৪২টি ভোট পড়েছে। আর বিপক্ষে ভোট পড়েছে ২৬টি।
নতুন করের নিয়ম অনুযায়ী, আর্জেন্টিনার যেসব ধনী ব্যক্তিদের আর্জেন্টাইন মুদ্রায় ২শ মিলিয়ন পেসো সমপরিমাণ সম্পত্তি রয়েছে তারাই এই বাড়তি কর দিবে। দেশটির মোট করদাতাদের ০.৮ শতাংশ অর্থাৎ ১২ হাজারের মতো ব্যক্তি এর আওতায় পড়বেন। যাদের ওপর নতুন কর আরোপ হয়েছে তাদের মোট সম্পত্তির সাড়ে তিন শতাংশ কর দিতে হবে। অন্যদিকে আর্জেন্টিনার বাইরে কারো সম্পত্তি থাকলে তাকে কর দিতে হবে ৫ দশমিক ২৫ শতাংশ।
করের মাধ্যমে যে পরিমাণ অর্থ সংগ্রহ হবে তার ২০ শতাংশ করে ব্যাবহার করা হবে চিকিৎসা ও ত্রাণ সামগ্রী ক্রয়, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তায় এবং শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে। ১৫ শতাংশ ব্যয় হবে সামাজিক উন্নয়নে। ২৫ শতাংশ ব্যয় হবে প্রাকৃতিক গ্যাস বিষয়ক কর্মকাণ্ডে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ