আগামী এক-দেড় মাসের মধ্যে গোটা ভারত জুড়ে ‘সংশোধিত নাগরিকত্ব আইন’ (সিএএ) কার্যকর হতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত।
রবিবার দুপুরে উত্তর চব্বিশ পরগণা জেলার সীমান্ত শহর বনগাঁয়ে ‘আর নয় অন্যায়’ কর্মসূচিতে যোগদানের শেষে সংবাদ সম্মেলন করে এ কথা জানান তিনি।
তিনি বলেন ‘ইতিমধ্যেই এটি আইনে পরিণত হয়েছে। রাষ্ট্রপতিও তাতে স্বাক্ষর করেছেন। বিধি প্রণয়নের কাজ চলছে। আমার মনে হয় আগামী এক-দেড় মাসের মধ্যে আইন কার্যকর হয়ে যাবে।’
এই ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনেছেন কেন্দ্রীয় এই মন্ত্রী। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর ভারতের লোকসভায় পাশ হয় সিএএ।
বিডি-প্রতিদিন/শফিক