সৌদি আরবের সাবেক গোয়েন্দা কর্মকর্তা সাদ আল-জাবরিকে হত্যার উদ্দেশ্যে কানাডায় হিট স্কোয়াড বা হত্যাকারী দল পাঠানোর অভিযোগ উঠেছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে। তবে সৌদি যুবরাজ কানাডায় হত্যাকারী দল পাঠানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
নির্বাসিত হওয়ার পর গত তিন বছর ধরে কানাডায় থাকেন জাবরি। জাবরি বলেন, যুবরাজ তাকে হত্যা করতে চেয়েছিলেন কারণ তিনি অনেক কিছু জানেন। এদিকে যুবরাজ সালমান বলেন, জাবরি তার নিজের অপরাধ গোপন করার চেষ্টা করছে।
যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করা নথিপত্রে উল্লেখ করা হয়, জাবরি দাবি করেছেন তাকে কানাডায় হত্যার পরিকল্পনা করা হয়।
চলতি বছরের আগস্টে ওয়াশিংটন ডিসিতে দায়ের করা ১০৬ পৃষ্ঠার অপ্রমাণিত অভিযোগপত্রে অভিযোগ তোলা হয়, জাবরির মুখ বন্ধ করার উদ্দেশ্যে তাকে হত্যা করার নির্দেশ দেন সৌদি যুবরাজ।
নথি অনুযায়ী, 'টাইগার স্কোয়াড' নামের পেশাদার হত্যাকারীদের একটি দল পাঠানো হয়েছিল জাবরিকে হত্যা করতে। জাবরির ভাষ্য অনুযায়ী, তার কাছে থাকা 'সংবেদনশীল তথ্যে'র কারণে তাকে হত্যার পরিকল্পনা করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন