তাইওয়ানের স্বাধীনতার যারা ‘ঘোরতর’ সমর্থক তাদের একটি কালো তালিকা তৈরির কথা ভাবছে চীন। বেইজিংয়ে এ তথ্য প্রকাশ করেছে সে দেশের সরকার। তালিকায় যাদের নাম আসবে তাদের বিরুদ্ধে চীন আইনি পদক্ষেপ নেবে। তাই যদি হয় তাহলে গণতান্ত্রিকভাবে নির্বাচিত তাইওয়ানের প্রেসিডেন্ট জাই ইং-ওয়েন এ তালিকাভুক্ত হবেন। হংকংভিত্তিক সংবাদপত্র ‘তা কুং পাও’ চলতি মাসে খবরটি প্রচার করার পর তাইওয়ান বিষয়টির নিন্দা করে। তা কুং পাও বেইজিংপন্থি পত্রিকা। তাদের পরে ‘গ্লোবাল টাইমস’ জানায়, কালো তালিকায় তাইওয়ান সরকারের সিনিয়র কর্মকর্তাদের নাম থাকবে। স্বয়ংশাসিত ভূখ- তাইওয়ানকে চীন তার অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে চলেছে। তাইওয়ান সরকার বলছে, তাইওয়ান একটি স্বাধীন দেশ। এর নাম রিপাবলিক অব চায়না। চীন বলেছে, বললেই হলো? তাইওয়ান আমাদের। তাইওয়ানবিষয়ক কাজকর্ম করার জন্য চীনের একটি অফিস আছে। সে অফিসের মুখপাত্র ঝু ফেংলিয়ান বলেন, বিচ্ছিন্নতাবাদীদের তালিকাটি খুব বড় নয়। স্বাধীনতার যারা সমর্থক আর ওই সমর্থকদের তহবিল জোগায়, কালো তালিকায় শুধু তাদের নামই উঠবে। ২০০৫ সালের বিচ্ছিন্নতা দমন আইনে বলা হয়, চীন যদি মনে করে যে তাইওয়ান স্বাধীনতা ঘোষণা করেছে তাহলে আদালতের সম্মতি নিয়ে বলপ্রয়োগ করা যাবে। কিন্তু কীভাবে তা করবে আইনে তার উল্লেখ নেই। তাইওয়ানে চীনের কোনো আদালতের এখতিয়ার নেই আর তাইওয়ানি নেতারাও কেউ চীন সফর করেন না।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ