আলজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি গাড়ি উল্টে ১৯ আফ্রিকান নাগরিকসহ নিহত হয়েছেন ২০ জন। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর হাসপাতালে নেয়া হয়েছে।
দেশটির বেসরকারি সুরক্ষা ইউনিটের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশটির তামানরাসেট শহরের কাছে পিকআপ উল্টে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত পিকআপটির চালক আলজেরীয়। গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে গেছে।
আলজেরিয়ার একেবারে দক্ষিণাঞ্চলের তামানরাসেত শহর দেশটির মালি ও নাইজার সীমান্তের কাছে অবস্থিত
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন