জম্মু ও কাশ্মীরে মৌসুমের প্রথম তুষারপাত হয়েছে সোমবার (২৮ ডিসেম্বর)। কাশ্মীরের পত্নীটপে তুষারপাতের এ দৃশ্য উপভোগ করেছেন পর্যটকরা। এই স্থানটি জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার বিখ্যাত পর্যটন স্পট।
এদিকে তুষারপাত শুরু হওয়ায় পর্যটকের সংখ্যা বেড়েছে অনেক। সেখানে বরফকেলিতে মেতেছেন পর্যটকরা।
নাজিয়া নামে এক পর্যটক ভারতের বার্তা সংস্থা এএনআইকে বলেন, আমরা এখানে তুষারপাত উপভোগ করতে এসেছি। করোনা প্রটোকল মেনে সুন্দর আমরা এখানকার আবহাওয়া উপভোগ করছি। এই ভারী তুষারপাত পর্যটনশিল্পের সঙ্গে জড়িত সবার মনেই আশা জাগিয়েছে।
সূত্র: এএনআই
বিডি প্রতিদিন/হিমেল