ভারতের জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলা থেকে চীনের তৈরি তিনটি বিশেষ গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার একজন জঙ্গি সহযোগী আটকের পর তার কাছ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। খবর নিউজ১৮'র।
বিষয়টি নিশ্চিত করে বারামুল্লা জেলার পুলিশ কর্মকর্তা আব্দুল কায়ুম বলেন, এই ধরণের বোমা এই প্রথম পাওয়া গেলো। কীভাবে এই গ্রেনেড ভারতে এসেছে সেই বিষয়টিও তদন্ত করা হবে বলে কাশ্মীর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল