আফগানিস্তানের সুপ্রিমকোর্ট কাবুল বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলার ঘটনার মূলহোতা আদিলকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছেন। একইসঙ্গে মামলায় দোষী সাব্যস্ত আর পাঁচজনকে পাঠানো হয়েছে কারাগারে। গত বছরের নভেম্বর হওয়া ওই ভয়াবহ হামলার ফলে ২২ জনের প্রাণহানি হয়।
জানা গেছে, দুই বন্দুকবাজের হামলায় প্রশাসন বিভাগের ১৬ জন ও ২ জন আইনের শিক্ষার্থী নিহত হয়। এই হামলায় আহত আরও অন্তত ৪০ জন। এই ঘটনার তদন্তে নেমে আদিল-সহ আরও ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাদের দোষী সাব্যস্ত করে আদিলকে প্রাণদণ্ড ও বাকিদের জেলের সাজা দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/শফিক