১৭ জানুয়ারি, ২০২১ ০৬:৫৬

'রাহুল গান্ধীকে স্মরণ করবে ইতিহাস'

অনলাইন ডেস্ক

'রাহুল গান্ধীকে স্মরণ করবে ইতিহাস'

মোদি সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে একাধিকবার সরব হয়েছেন রাহুল গান্ধী। সোনিয়া পুত্রকে নিয়েই প্রশংসায় ভাসলেন পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) সভাপতি মেহবুবা মুফতি। শনিবার তিনি বলেছেন, বর্তমান শাসনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য রাহুল গান্ধীকে মনে রাখবে ইতিহাস। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

মেহবুবা আরও বলেন যে, রাহুল গান্ধীই একমাত্র রাজনীতিবিদ যিনি সত্য কথা বলার সাহস রাখেন। এমনকি বর্তমান রাজনীতিকদের হাতেগোনা কয়েকজনের মধ্যে রাহুলই একমাত্র- যিনি এই কাজ করতে পারেন।

শনিবার একটি টুইটে মেহবুবা লেখেন, “আপনারা রাহুল গান্ধীকে হাস্যকর বলুন যাই বলুন, তিনিই একমাত্র রাজনীতিবিদ যিনি সত্য কথা বলার সাহস করেছিলেন। এটি সত্য যে নতুন ভারত নির্বাচিত কয়েকজন এবং পুঁজিপতিদের দখলে। বর্তমান শাসনকালের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ইতিহাস তাকে স্মরণ করবে। ”


বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর