জার্মানি থেকে রাশিয়ায় ফিরেই পুলিশের হাতে গ্রেফতার হলেন দেশটির বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনি। স্থানীয় সময় রবিবার দুপুর ১২টায় তাকে মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।
অ্যালেক্সি নাভালনির মুখপাত্র কীরা ইয়ারমিশ এক টুইট বার্তায় লিখেছেন, বিমানবন্দর থেকে পুলিশ অ্যালেক্সি নাভালনিকে গ্রেফতার করেছে। তার সাথে কাউকে দেখা করার সুযোগও দেওয়া হচ্ছে না।
অ্যালেক্সি নাভালনি গ্রেফতারের ঝুঁকি নিয়েই প্রায় পাঁচ মাস পর জার্মানির বার্লিন থেকে উড়োজাহাজে রাশিয়ায় ফিরে এসেছিলেন। এর আগে গত বছর বিষ প্রয়োগে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।
নাভালনি ও তার স্ত্রী স্থানীয় সময় রাত ৮ টার পরই মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দরে নামেন। তাদের বিমান নামার কথা ছিল নুকোভো বিমানবন্দরে। সেখানে তাদেরকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিল শত শত সমর্থক। কিন্তু নাভালনির বিমান সেখানে নামতে না দিয়ে শেরেমিতিয়েভোয় সরিয়ে নেওয়া হয়। নুকোভো বিমানবন্দরে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন