যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর প্রথম টুইট বার্তায় জো বাইডেন বলেছেন, সংকট মোকাবেলার জন্য নষ্ট করার সময় হাতে নেই। এ কারণেই আমি ওভাল অফিসে গিয়ে সরাসরি কাজে যোগ দিচ্ছি। আমেরিকার পরিবারগুলোর জন্য দ্রুত পদক্ষেপের মাধ্যমে পরিত্রাণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে শপথ গ্রহণের পর প্রথম টুইট বার্তায় প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস বলেছেন, তিনি জনগণকে সেবা প্রদানের জন্য প্রস্তুত।
সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার মার্কিন প্রেসিডেন্টের সংযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠে। টুইট করে ট্রাম্প ইতিহাস সৃষ্টি করেছিলেন। তবে গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের পর ভুয়া বার্তা ছড়ানোর অভিযোগে ট্রাম্পের ব্যক্তিগত অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয় টুইটার।
বিডি প্রতিদিন/ফারজানা