অজ্ঞাত হামলায় ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে মুহাম্মাদ ইউসুফ ও সুহাইল আহমদ নামে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। একইদিনে দু’টি পৃথক ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও তিন হামলাকারী ও পুলিশের এক বিশেষ পুলিশ কর্মকর্তা ‘এসপিও’ নিহত হয়েছেন।
জানা গেছে, আজ শুক্রবার শ্রীনগরের বাঘত বারজুল্লায় প্রকাশ্য দিবালোকে অজ্ঞাত এক হামলাকারীর এলোপাথাড়ি গুলিবর্ষণের ফলে পুলিশের দুই সেনা নিহত হওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়। হামলাকারী স্বয়ংক্রিয় বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
অন্যদিকে, দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের বাদিগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ হামলাকারী নিহত হয়েছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, সংশ্লিষ্ট এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত থেকে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।
একইসঙ্গে, বৃহস্পতিবার গভীর রাতে মধ্য কাশ্মীরের বাডগামের বীরবাহতে নিরাপত্তা বাহিনীর উপর হামলায় মুহাম্মাদ আলতাফ আহমদ নামে পুলিশের এক ‘এসপিও’ নিহত এবং মনজুর আহমদ নামে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক