প্রতিরোধ আন্দোলন কাতাইব হিজবুল্লাহ ইরাকের রাজধানী বাগদাদের কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিনজোনে রকেট হামলার নিন্দা জানিয়েছে। একইসঙ্গে ইরাক সরকার নিন্দা জানিয়ে দুষ্কৃতকারীদের এই ঘটনাকে অন্যায় হামলা বলে জানিয়েছে।
ইরাকের জাতীয় সংসদের ফাতাহ জোট ও বাদ্র অর্গানাইজেশনের প্রধান হাদি আল-আমিরি এক বিবৃতিতে বলেন, কূটনৈতিক কেন্দ্রগুলোতে হামলার বিরুদ্ধে আমরা কঠোরভাবে নিন্দা জানাচ্ছি। গ্রিনজোনে বসবাসরত ইরাকের নাগরিকদের মধ্যে ভীতি ছড়ানোর জন্য এ হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, যেকোনো অজুহাতেই এই হামলা করা হোক না কেন তা অন্যায্য। কূটনৈতিক মিশনগুলো রক্ষার জন্য ইরাকের নিরাপত্তা বাহিনীকে তাদের দায়িত্ব প্রতিপালন করার আহ্বান জানান হাদি আল-আমিরি।
এদিকে, ইরাকের প্রতিরোধকামী সংগঠন কাতাইব হিজবুল্লাহর সামরিক শাখার মুখপাত্র জাফার আল-হোসেইনিও রকেট হামলার নিন্দা করেছেন। তিনি বলেছেন, ইরাকে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য এই হামলা করা হয়েছে।
সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক