২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৩:৩০

সন্ত্রাস দমনে ব্যর্থ! ধূসর তালিকাতেই পাকিস্তান

অনলাইন ডেস্ক

সন্ত্রাস দমনে ব্যর্থ! ধূসর তালিকাতেই পাকিস্তান

আরও চাপে পড়ে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। একে তো বিরোধী গোষ্ঠীর লাগাতার আন্দোলনে চাপ ক্রমেই বাড়ছে। তার মধ্যে নতুন দুঃসংবাদ। এফএটিএফের (ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স) ধূসর তালিকা থেকে বেরোতে পারল না পাকিস্তান। আন্তর্জাতিক সংগঠনটির তরফে জানানো হয়েছে, সন্ত্রাসে আর্থিক মদদ বন্ধ করতে যে যে পদক্ষেপ নিতে বলা হয়েছিল তা করতে পারেনি পাকিস্তান। তাই এখনো ওই তালিকাতেই রাখা হচ্ছে তাদের। এরপর ফের জুনে তাদের অবস্থান পর্যালোচনা করা হবে। ২০১৮ সালের জুনে ধূসর তালিকাভুক্ত করা হয় ইমরান খানের দেশকে। সেই সঙ্গে তাদের নির্দেশ দেওয়া হয়, ২০১৯ সালের মধ্যে সন্ত্রাসে আর্থিক মদদ দেওয়া ও আর্থিক দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত হতে অ্যাকশন প্ল্যানগুলো মেনে চলতে। পরে করোনা পরিস্থিতিতে এ ডেডলাইন আরও বাড়িয়ে দেওয়া হয়। তারপর থেকেই ইমরান প্রশাসন মরিয়া হয়ে চেষ্টা করেছে ওই তালিকার ছায়া থেকে বেরিয়ে আসার। কিন্তু প্যারিসে অবস্থিত এফএটিএফে একের পর এক বৈঠকের পরও কাটেনি বিপদ। এফএটিএফের তরফে জানানো হয়, তাদের তৈরি করে দেওয়া ২৭টি অ্যাকশন প্ল্যানের মধ্যে তিনটি এখনো মেনে চলতে পারেনি পাকিস্তান। উল্লেখ্য, এফএটিএফ হলো ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক একটি সংস্থা। বর্তমানে এর সদস্য সংখ্যা ৩৯। বিভিন্ন দেশকে অর্থ প্রদান, সন্ত্রাসবাদ রোধসহ বিভিন্ন সমস্যার সমাধান করাই এর মূল কাজ।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর