ফ্রান্সের বিলিওনিয়ার ও পার্লামেন্টের সদস্য অলিভিয়ের ডাসাল্ট (৬৯) হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। উত্তর-পশ্চিমাঞ্চলীয় নরম্যান্ডি এলাকায় রবিবার (৭ মার্চ) এ মর্মার্ন্তিক দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় পাইলটও নিহত হয়েছেন। তারা দুজন ছাড়া হেলিকপ্টারটিতে আর কেউ ছিলেন না। ব্যক্তিগত একটি ল্যান্ডিং স্টেশন থেকে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেটি দুর্ঘটনার কবলে পড়ে উড়োজাহাজটি।
অলিভিয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি এক শোকবার্তায় বলেছেন, ' ডায়াল্টের মৃত্যুতে দেশে অনেক বড় ক্ষতি হয়ে গেছে। তিনি দেশকে অনেক ভালোবাসতেন।'
প্রসঙ্গত, তিনি ২০০২ সালে ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য নির্বাচিত হন। ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় ওইসি এলাকার প্রতিনিধিত্ব করছেন তিনি। তিনি বিশ্বের ৩৬১তম শীর্ষ ধনী হিসেবে বিবেচিত। ফোরর্সের তথ্যমতে, তার সম্পদের পরিমাণ ৭ দশমিক ৩ বিলিয়ন ডলার।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন / অন্তরা কবির