ইরান নিঃশর্তভাবে পরমাণু সমঝোতায় ফিরতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে। দেশটির সরকারের মুখপাত্র আলী রাবিয়ি বলেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রকে অবিলম্বে ও নিঃশর্তভাবে পরমাণু সমঝোতায় ফিরে আসার এবং কূটনীতির পথকে এর চেয়ে বেশি জটিল না করার আহ্বান জানাচ্ছি।’
তিনি গতকাল মঙ্গলবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান।
রাবিয়ি পরমাণু সমঝোতাকে গত কয়েক দশকে আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় অর্জন হিসেবে উল্লেখ করে বলেন, বিশ্বের বহু দেশ আন্তরিক সদিচ্ছা নিয়ে পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। ইরান বিশ্বাস করে খুব শিগগিরই এই প্রচেষ্টা সফল হবে।
ইরান সরকারের এই মুখপাত্র আরও বলেন, তার দেশের পরমাণু সমঝোতা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে একটি আন্তর্জাতিক আইনে পরিণত হয়েছে। কাজেই আমেরিকা এই আইন মেনে চলতে বাধ্য।
আলী রাবিয়ি বলেন, গত চার বছরে আমেরিকা নয় বরং ইরানই কূটনীতির পথ উন্মুক্ত রেখেছে। কাজেই এখন কূটনৈতিক প্রচেষ্টার পথে আমেরিকাকেই প্রথম পা রাখতে হবে। সূত্র: পার্সটুডে।
বিডি প্রতিদিন/আবু জাফর