ব্রিটিশ রাজ পরিবার ও বাবার বিরুদ্ধে বোমা ফাটিয়েছেন প্রিন্স হ্যারি।
এক মার্কিন টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “সব ধরনের আর্থিক সম্পর্ক ছিন্ন করেছিল রাজ পরিবার। পাশাপাশি বাবাও আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন।”
সম্প্রতি ওই সাক্ষাতকারেই হ্যারির স্ত্রী মেগান মার্কেল জানান- রাজ পরিবারে থাকার সময় আত্মহত্মার কথা ভেবেছিলেন তিনি। এরপর হ্যারি জানান আরও চাঞ্চল্যকর কথা।
ওই সাক্ষাৎকারে হ্যারি বলেন, রাজ পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর বাস্তবিকভাবেই প্রিন্স চার্লস তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। কোনও রকম আর্থিক সম্পর্কই তাদের মধ্যে ছিল না।
হ্যারি আরও বলেন, রাজ পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন ঘোষণার পর মাত্র ৩ বার তার দাদীর (রানি এলিজাবেথ) সঙ্গে কথা হয়েছে। আর বাবার সঙ্গে কথা হয়েছে ২ বার। তারপর থেকে তিনি আমার ফোন ধরা বন্ধ করে দেন। একসময় এও বলেছিলেন, যা বলতে চাও তা লিখিত দিতে পার? মায়ের টাকা ছাড়া আমাকে অন্যান্য টাকা পয়সা থেকে বঞ্চিত করা হয়। ভাই উইলিয়ামের সঙ্গেও এখন ভালো সম্পর্ক নেই।
বিডি প্রতিদিন/কালাম