ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় শিক্ষার্থীবাহী একটি বাস গিরিখাতে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। বাসটিতে শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষক ছিলেন। বুধবার এই হতাহতের ঘটনা ঘটেছে।
দা ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বাসটি প্রদেশের সুবাঙ শহর থেকে তীর্থযাত্রার উদ্দেশ্যে তাসিকমালায়া যাচ্ছিল। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে কী কারণে বাসটি গিরিখাতে পড়ে গেছে তা জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে বলে খবরে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার