ছয় লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে। সামরিক সরকার তার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছে। একই সঙ্গে সরকারে থাকাকালে সোনা আত্মসাতের অভিযোগও তোলা হয়েছে সু চির বিরুদ্ধে।
তবে তার আইনজীবী খিন মং জাও বললেন ভিন্ন কথা। তিনি বলেছেন, মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি ঘুষ গ্রহণ করতে পারেন না। ঘুষ গ্রহণের অভিযোগটি একেবারেই হাস্যকর, এটা কৌতুক। তার নৈতিক নীতি কখনওই দুর্বল নয়।
এর আগে, মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি ৬ লাখ ডলার ও স্বর্ণ ঘুষ হিসেবে নিয়েছেন বলে দাবি করে দেশটির সামরিক সরকার। ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর সু চির বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড় ও মারাত্মক।
সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক